চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে ৮ ভুয়া সাংবাদিক আটক

hরাজধানীর উত্তর কাফরুলের ইব্রাহিমপুর এলাকা থেকে ৮ জন ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ। স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে আজ দুপুরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, মো. আল আমিন, কেয়া মনি প্রিয়া, শফিকুল ইসলাম, তুহিন ভূঁইয়া, শেখ মো. মুখলেসুর রহমান, রুবেল হোসেন, মো. আনিস ও ইসরাফিল।

কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোবারক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “তারা নিজেদের দৈনিক গণতন্ত্র, দৈনিক মাতৃজগত, ক্রাইম নিউজটোয়েন্টিফোর ডটকম, দৈনিক দুর্নীতির সন্ধান ও জাতীয় গোয়েন্দা সংবাদের সাংবাদিক হিসেবে দাবি করেন। এসব সাংবাদিক পরিচয় দানকারীরা স্থানীয় ওষুধ ব্যবসায়ী মহর আলী ভেজাল ওষুধ বিক্রি করছেন বলে অভিযোগ তোলেন। এজন্য তারা ওই ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ”

মোবারক আরও বলেন, “চাঁদা দাবির অভিযোগে তাদের থানায় নিয়ে আসা হয়েছে। এখন বিষয়টি যাচাই-বাছাই চলছে।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2lvgUsL

February 19, 2017 at 11:25AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top