কলকাতা ২৫ ফেব্রুয়ারি- ছবির চিত্রনাট্য তৈরি। নায়ক প্রস্তুত। শ্যুটিং শুরুর দিনও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু বাধা দিল চুক্তিপত্র। পীযূষ সাহার প্রযোজনা সংস্থার সঙ্গে চুক্তির বিষয়ে মতের অমিল হওয়ায় নিজেকে সরিয়ে নিলেন নায়িকা ঐন্দ্রিলা সেন। কেন সরে গেলেন ঐন্দ্রিলা? উত্তরে তিনি বলেন, অভিনয় আমার পেশা। তাই এই ব্যাপারটায় আমি বড্ড সিরিয়াস। অপেশাদারদের সঙ্গে কাজ করতে পারব না। সমস্যা হলো চুক্তি নিয়ে। প্রথমত, ওরা আমার সঙ্গে তিনটি ছবির চুক্তি করতে চেয়েছিলেন। আমি তাতে রাজি হইনি। চেয়েছিলাম, আগে একটা ছবির কাজ শেষ করি। তারপর ভেবে দেখা যাবে। ঐন্দ্রিলার আপত্তি করে বলেন- শ্যুটিং করতে গিয়ে তিনি আহত হলে বা তার মৃত্যু হলেও, সেই দায় পীযূষের প্রোডাকশন হাউজ নিতে চায়নি। আউটডোর শ্যুটিংয়ে ঐন্দ্রিলার সঙ্গে তার পরিবারের কেউ এমনকি, সহকারীরও যাওয়ার অনুমতি ছিল না। চেক নাকি নগদে পারিশ্রমিক দেওয়া হবে, তার কোনও উল্লেখ কনট্র্যাক্টে ছিল না। ছবির জন্য পারিশ্রমিক কবে দেওয়া হবে, তারও কোন উল্লেখ ছিল না। নগদে পারিশ্রমিক নিতে জোর করেন পীযূষ, দাবি ঐন্দ্রিলার। আউটডোর শ্যুটিংয়ে হোটেলে থাকা এবং যাতায়াতের ক্ষেত্রে ঐন্দ্রিলাকে প্রোডাকশনের নিয়ম মেনে চলতে হবে, এমনটাই লেখা ছিল চুক্তিতে। তবে সংশ্লিষ্ট নিয়মগুলো ঠিক কী, তা নায়িকাকে জানানো হয়নি। উল্লেখ্য, চুক্তির খসড়া পড়ে নিজের আপত্তির কথা ফোনে পীযূষ সাহাকে জানিয়েছিলেন তিনি। তার পক্ষ থেকে চুক্তিপত্র সামান্য সংশোধন করে পীযূষ সাহার অফিসে পাঠানো হলে এক সপ্তাহের বেশি সময় কেটে গেলেও এ নায়িকার সঙ্গে যোগাযোগ করেনি প্রযোজনা সংস্থার কেউ। পরে ইমেল মারফত ঐন্দ্রিলাকে জানানো হয়, আমরা দুঃখিত! প্রোডাকশনের পার্টনাররা আপনার দাবি মেনে নিতে পারছেন না। তাই এই প্রজেক্টটাকে নিয়ে আর এগনো যাচ্ছে না। এফ/১৬:৪৫/২৫ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lksXWJ
February 25, 2017 at 10:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top