চা বাগান খোলার দাবিতে রাস্তা অবরোধ

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, শিলিগুড়িঃ বন্ধ শিমুলবাড়ি চা বাগান খোলার দাবিতে শুক্রবার দফায় দফায় পাহাড়গামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন শ্রমিকরা।

এদিন সকাল সাড়ে ১০টা থেকে শিমুলবাড়িতে পথ অবরোধ শুরু হয়। শুরুতে দু-বার অবরোধ তুলে দেয় পুলিশ। পরে বাগানের মহিলা শ্রমিকেরা থালাবাটি নিয়ে এসে রাস্তায় বসে পড়েন। লাঠিচার্জ না করা পর্যন্ত অবরোধ তোলা হবে না বলে হুঁশিয়ারি দেন তাঁরা। মহিলাদের হুমকির পর অবরোধ তুলতে আর তত্পরতা দেখায়নি পুলিশ।

কয়েক দফায় প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলার পর পুলিশ বুঝিয়ে অবরোধকারীদের রাস্তা থেকে তুলে দেয়। অন্যদিকে, দীর্ঘক্ষণ অবরোধের ফলে পাহাড়গামী সমস্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তায় তৈরি হয় যানজট।



from Uttarbanga Sambad http://ift.tt/2mnTovB

February 25, 2017 at 04:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top