ইসলামাবাদ, ১৫ ফেব্রুয়ারি- পাকিস্তানি ওপেনার নাসির জামশেদকে গ্রেফতার করেছে পুলিশ। পাকিস্তান সুপার লিগে দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্য থেকে তাকে গ্রেফতার করা হয়। পাকিস্তানের জাতীয় অপরাধ সংস্থা মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, তারা পিসিবি এবং আইসিসি এন্টি করাপশন ইউনিটের সঙ্গে কাজ করছে। তারা জানায়, স্পট ফিক্সিংয়ের দায়ে ও দুর্নীতির অভিযোগে দুই ক্রিকেটারকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাদের গ্রেফতার করা হয়। পরে অবশ্য জামিনে মুক্তি পান জামশেদ। নাসিরের সঙ্গে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম।তবে তাদের পরিচয় জানা যায়নি। পাকিস্তানের সংবাদমাধ্যম জানাচ্ছে, নাসিরের সঙ্গে গ্রেফতার হওয়া এক ব্যক্তি আসলে বুকি। নাম ইউসুফ। তার বিরুদ্ধে অভিযোগ, এই দুর্নীতিতে ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ রয়েছে তাঁর। দুজনকেই এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এফ/১৫:৫২/১৫ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kwuGqK
February 15, 2017 at 09:53PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন