কলম্বো, ১৫ ফেব্রুয়ারি- নারীদের বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সের প্রথম ম্যাচে বাংলাদেশ ১৪৫ রানের টার্গেট দিয়েছে আয়ারল্যান্ড। বুধবার কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নেমে ক্লেয়ার শিলিংটন ও অধিনায়ক লরা ডিলানি দুজনই সর্বোচ্চ ৩৭ রানের উপর ভর করে ১৪৪ রান করে আইরিশরা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট দখল করেন জানাহারা আলম। দুটি করে নেন পান্না ঘোষ, রুমানা আহমেদ ও খাদিজাতুল কুবরা। বাকি উইকেটটি সালমা খাতুনের। এদিন ব্যাটিংয়ে নেমে ৬২ রানে চার উইকেট হারিয়ে চাপের মুখেই পড়ে আইরিশরা। ওপেনার মেগ কেন্ডালের ব্যাট থেকে আসে ১৬। ইসোবেল জয়েস ২৪ রান ও ম্যারি ওয়াল্ড্রন ১১ রান করে আউট হন। আর কেউই দুই অঙ্কের দেখা পাননি। ফলে ১৪৪ রানেই গুটিয়ে যায় তারা। এফ/১৫:৪২/১৫ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2liISI8
February 15, 2017 at 09:46PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন