কলকাতা, ০৩ ফেব্রুয়ারি- হাসিবুর রেজা কল্লোলের চলচ্চিত্র সত্তা মুক্তি পাবে ৭ এপ্রিল। ছবিটি এরইমধ্যে সেন্সর বোর্ড থেকে অনুমোদনও পেয়েছে। এই ছবি প্রচারের জন্য ঢাকায় আসবেন ভারতীয় চিত্রনায়িকা পাওলি দাম। এই তথ্য জানালেন নির্মাতা কল্লোল। তিনি বলেন, ছবিটি নিয়ে সাধারণ মানুষের আগ্রহ আছে। এর প্রচারণায় সাত দিনের জন্য পাওলি দাম ঢাকায় আসবেন। ছবিটি মুক্তির আগে পরিকল্পনা কী? এমন প্রশ্নে কল্লোল বলেন, এই মাসের শেষের দিকে আমরা ছবির গানগুলো রিলিজ করবো। আর আগামী ৭ এপ্রিল ছবিটি মুক্তির সম্ভাবনা আছে। সত্তা নিয়ে প্রবাসী বাংলাদেশিরাও আগ্রহী। এ বিষয়ে নির্মাতা বলেন, এখনই বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা আমাদের সঙ্গে যোগাযোগ করছে। কিন্তু আগে দেশে মুক্তি দিবো। পরে বিভিন্ন দেশে দেয়া হবে। আমরা দেশের সব হলে ছবিটি মুক্তি দিবো না। নির্বাচিত কিছু ভালো হলে দিবো। যেখানে ছবিটি দেখার পরিবেশ রয়েছে। কারণ এটি একটি বিশেষ শ্রেণির দর্শকের জন্য তৈরি করা হয়েছে। এর প্রচারণায়ও ভিন্নতা থাকবে। ২০১৪ সালে সত্তা ছবির শুটিং হয়। পরে এর দ্বিতীয় লটের সময় পাওলি দাম অসুস্থ হয়ে পড়েন। এদিকে অন্য ছবির শুটিং নিয়ে শাকিব খানও ব্যস্ত হয়ে পড়লে ছবি শেষ করতেই জটিলতায় পড়ে যান নির্মাতা কল্লোল। সবমিলিয়ে দুই বছর বিভিন্ন সমস্যায় ছবিটির শুটিং বন্ধ ছিলো। ছবির কাজ শেষ করে সেন্সরবোর্ডের ছাড়পত্র পেয়েছে কিছুদিন হলো। সোহানী হোসেনের মা গল্প অবলম্বনে নির্মিত সত্তা ছবির সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। কণ্ঠ দিয়েছেন মমতাজ, জেমস, সামিনা চৌধুরী, মিলা, কনা, সুমী শবনম ও বাপ্পা মজুমদার। আর/১০:১৪/০৩ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2l5rIdJ
February 04, 2017 at 05:40AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top