ঢাকা, ০৩ ফেব্রুয়ারি- রাজধানীর মিরপুর-১ এর গোলচত্বরের পাশে রাখা ছিল চিত্রনায়িকা আইরিনের নিজস্ব প্রাইভেটকার। পাশ দিয়ে যাচ্ছিল দ্রুতগতির মালবাহী ট্রাক। সেই ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে আইরিনের গাড়ি। আর অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন `এক পৃথিবী প্রেম` ছবির এই নায়িকা। তিনি জানান, আজ আমার মায়াবিনী ছবিটি মুক্তি পেয়েছে। সেই ছবির প্রচারণায় সনি সিনেমা হলে এসেছিলাম। গাড়ি থেকে নামার কিছুক্ষণ পরেই ট্রাক ধাক্কা দেয়।` আইরিন বলেন, আমার কোনো ক্ষতি হয়নি। আমি নিরাপদে আছি। আর/১০:১৪/০৩ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jGs2Dg
February 04, 2017 at 05:15AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top