উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, ময়নাগুড়িঃ ধূপগুড়ি থেকে জলপাইগুড়ি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে কয়লা বোঝাই একটি ট্রাক ময়নাগুড়ির বাইপাস সংলগ্ন স্কুল শহিদ ঘরের সামনে একটি বাড়িতে ধাক্কা মারে। এই ঘটনায় বাড়িটির রাস্তা সংলগ্ন ঘরে শুয়ে থাকা রাজু রায় নামে এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘটনার প্রায় দুঘন্টা পর আসে দমকল ও পুলিশ বাহিনী। দেরিতে পৌঁছানোর অভিযাগ তুলে উত্তেজিত জনতা ভাঙচুর করল ময়নাগুড়ি দমকলের একটি ইঞ্জিন। পুলিশকে লক্ষ্য করে কেরোসিন তেল ও ঢিল ছুড়ল উত্তেজিত জনতা। রণক্ষেত্রে পরিণত হল ময়নাগুড়ি। আহত হন ময়নাগুড়ি দমকল কেন্দ্রের দুই কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি সদর হাসপাতালে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
from Uttarbanga Sambad http://ift.tt/2l3Y603
February 03, 2017 at 05:01PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.