মুম্বাই, ০৮ ফেব্রুয়ারি- টি-টুয়েন্টি মানেই তো চার-ছক্কার খেলা। যেখানে ব্যাটসম্যানদের উইলো থেকে বিস্ফোরক সব ইনিংস দেখতে মুখিয়ে থাকেন দর্শকরা। কিন্তু দর্শকদের চাওয়ারও তো একটা সীমা থাকে! সেঞ্চুরি না হয় এখন হরহামেশাই হয় সংক্ষিপ্ত সংস্করণের এই ক্রিকেটে। তাই বলে ট্রিপল সেঞ্চুরি! মঙ্গলবার অবিশ্বাস্য এই কীর্তিই গড়েছেন মোহিত আলাওয়াত নামের এক ভারতীয় তরুণ। দিল্লিতে স্থানীয় এক ক্রিকেট টুর্নামেন্টে ২১ বছর বয়সী আলাওয়াত ট্রিপল সেঞ্চুরিটা করেছেন আবার মাত্র ৭২ বলে! অপরাজিত ইনিংসে ছিল ৩৯টি ছক্কা! ১৪টি চার। আন্তর্জাতিক টি-টুয়েন্টি বা আইসিসি স্বীকৃত কোনো ঘরোয়া আসর, কোনো পর্যায়েই এর আগে কেউ ডাবল সেঞ্চুরিও হাঁকাতে পারেননি। ভারতীয় তরুণের ইনিংসটাকে তাই অবিশ্বাস্য না বলে উপায় কি! পেশাদার টি-টুয়েন্টি ক্রিকেটে এখনও সর্বোচ্চ ব্যাক্তিগত স্কোর ১৭৫। যেটির মালিক ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। ২০১৩ আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙালুরুর হয়ে এই ইনিংস খেলেছিলেন তিনি। অন্যদিকে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সর্বোচ্চ ব্যাক্তিগত স্কোর অ্যারন ফিঞ্চের। ২০১৩ সালেই ইংল্যান্ডের বিপক্ষে ৬৩ বলে ১৫৬ রান করেছিলেন এই অস্ট্রেলিয়ান। স্থানীয় ক্রিকেটে হলেও প্রথম ট্রিপল সেঞ্চুরির জন্য আলাওয়াত ধন্যবাদ পেতেই পারেন। এফ/০৮:৩২/০৮ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kkjmyI
February 08, 2017 at 02:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top