মুম্বাই, ০৮ ফেব্রুয়ারি- ২০০০ সালের ১০ নভেম্বর থেকে ২০১৭ সাল। মাঝের এই সময়টায় লাল-সবুজের ক্রিকেট এগিয়েছে উত্থান-পতনের মধ্য দিয়ে। ১৬ বছর আগের নভেম্বরে ভারতের বিপক্ষে যে বাংলাদেশ টেস্ট খেলেছিল, তারা এখন অনেক পরিণত। প্রথম টেস্টের সঙ্গী হলেও সেই থেকে আর নিজেদের দেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশকে ডাকেনি ভারত। দেশটির জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের চোখে এই না ডাকাটা ঐতিহাসিক ভুল। মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ায় ভোগলের একটি কলাম প্রকাশিত হয়। সেখানে তিনি বলছেন, এতদিন বাদে বাংলাদেশকে খেলতে ডেকে ভারত ঐতিহাসিক ভুলের দায় মেটাচ্ছে। আমি জানি খেলা এবং ব্যবসা একই সঙ্গে চলে। ঐতিহ্যগতভাবে টেস্ট খেলুড়ে দেশ হিসাবে বাংলাদেশের সুনাম নেই। কিন্তু তাদের যখন টেস্ট স্ট্যাটাস আছে, তখন আপনার দেশটির বিপক্ষে খেলতেই হবে। বাংলাদেশকে টেস্ট খেলার মর্যাদা এনে দিতে যুদ্ধ করেছিল ভারত। কিন্তু অবাক করার বিষয় হলো তারাই ওদের বিপক্ষে আর খেলতে চায়নি। মন্তব্য হার্শা ভোগলের। গত আইপিএলে হার্শা ভোগলে ভারতীয় বোর্ডের ধারাভাষ্যকারের চাকরি হারান। ওই সময় দেশটির গণমাধ্যম দাবি করে, এশিয়া কাপের সময় বাংলাদেশীদের অতিরিক্ত প্রশংসা করায় ভোগলের চাকরি চলে যায়। কিছুদিন আগে তিনি এ প্রসঙ্গে বলেন, আমি এখনো জানি না বাংলাদেশের জন্যই আমি কাজ হারিয়েছিলাম কী না! ভোগলে আরো লিখেছেন, ১৯৪৮ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ায় খেলতে যায়নি ভারত। আমি জানি ওই যুগের অনেকেই মনে করেন এই সিদ্ধান্ত ভুল ছিল। মাঝখানে ইংল্যান্ডের সঙ্গে বছর সাতেক এই অবস্থা ছিল। আগেই বাংলাদেশের এখানে খেলা উচিত ছিল। ভারত তাদের স্বাগত জানিয়েছে দেখে ভাল লাগছে। ৯ ফেব্রুয়ারি থেকে হায়দ্রাবাদে শুরু হবে ঐতিহাসিক টেস্টটি। বাংলাদেশ এখানে কেমন খেলে, তা দেখতে মুখিয়ে আছেন পোড়া খাওয়া এই ক্রিকেট বিশ্লেষক, এই ম্যাচে বাংলাদেশ কেমন করে, সেটা দেখতে আমি অপেক্ষায় থাকবো। দেড় বছর আগে ভারত যখন ওদের দেশে খেলতে গেল, তখন দেখেছি সব ধরনের ক্রিকেটে তারা উন্নতি করছে। এখনো সেটা বজায় আছে। সম্প্রতি নিউজিল্যান্ডে গিয়ে সব ম্যাচে হেরে আসলেও হার্শা ভোগলে মনে করেন কিউইদের বিপক্ষে মুশফিকদের খেলার ধরন ভালোই ছিল। ঘরের মাঠে ভারত সবসময় অপ্রতিরোধ্য। মুশফিক-সাকিবদের সেই কথা স্মরণ করিয়ে দিতেও ভোলেননি তিনি, কোহলিরা দেশের মাটিতে চিরদিন ভালো। বেঞ্চের খেলোয়াড়রাও শক্তিশালী। একটা দল কতটা ভালো এটাই তার ইঙ্গিত দেয়। বাংলাদেশও নিশ্চয়ই মনে রাখবে, ভালো একটি দলের বিপক্ষে তাদের মাঠে নামতে হবে। এফ/০৯:১০/০৮ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lisyI4
February 08, 2017 at 03:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top