উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, ফালাকাটাঃ বিয়ের পিড়িতে বসার আগেই নাবালিকার বিয়ে বন্ধ করল ফালাকাটা থানার পুলিশ। বুধবার ফালাকাটার পশ্চিম ঝাড় বেলতলি গ্রামের ঘটনা। জানা গিয়েছে জটেশ্বরের হতদরিদ্র পরিবারের মেয়ে সুস্মিতা বর্মনের বাবা তার বিয়ে ঠিক করে পেশায় কাঠমিস্ত্রী পাত্রের সঙ্গে। নির্ধারিত দিনের আগেই পাত্রের বাড়িতে মেয়েকে এনে চলছিল জোরকদমে বিয়ের আয়োজন। বুধবার রাতেই ছিল বিয়ের অনুষ্ঠান। তার আগেই গোপনসূত্রে নাবালিকার বিয়ের খবর পেয়ে বিয়ে রুখতে পৌঁছে যান ফালাকাটা থানার আইসি বিনোদ গজমের সহ বাহিনী। দ্রুত বন্ধ হয় ষোড়শী নাবালিকার বিয়ের আয়োজন। থানায় আনা হয় পাত্র-পাত্রী সহ দুই পরিবারের অভিভাবকদের। পাত্রীর ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া হবে না বলে দুই পক্ষই একটি বন্ডে স্বাক্ষর করে ফিরে যান।
from Uttarbanga Sambad http://ift.tt/2lutOW3
February 22, 2017 at 05:31PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন