আগরতলা, ০৬ ফেব্রুয়ারি- ভারতের ত্রিপুরা রাজ্যের উড়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪শ ৩২ কেজি গাঁজা উদ্ধার করেছে মোহনপুর থানা পুলিশের সদস্যরা। রোববার (০৫ ফেব্রুয়ারি) উড়াবাড়ী এলাকার জঙ্গলে অভিযান চালিয়ে এসব গাঁজা জব্দ করা হয়। ত্রিপুরা রাজ্যের মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উড়াবাড়ী এলাকার একটি জঙ্গলে অভিযান চালিয়ে পরিত্যক্ত স্থানে পলিথিনে মোড়ানো ৫৪টি গাঁজার প্যাকেট উদ্ধার করে। এ সময় পুলিশ কাউকে আটক করতে পারেনি। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, পাচারের উদ্দেশ্যে ওই গাঁজার প্যাকেট জড়ো করা হয়েছিল। গাঁজার অনুমানিক মূল্য ১০ লাখ রুপি। আর/১২:১৪/০৬ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kCwiUg
February 06, 2017 at 06:44AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন