নিউ ওয়ান্ডার্স, ০৬ ফেব্রুয়ারি- দক্ষিণ আফ্রিকার নিউ ওয়ান্ডার্স স্টেডিয়ামে গ্যালারিভর্তি দর্শক। তিল ধারণের জায়গা নেই। চলছে জমজমাট ক্রিকেট ম্যাচ। এরই মধ্যে অতর্কিতে হামলা! আতঙ্কে মাঠের মধ্যেই শুয়ে পড়লেন দুই ব্যাটসম্যানসহ ১৩ জন ক্রিকেটার। বাদ গেলেন না দুই আম্পায়ারও। কিন্তু কী এমন ঘটল সেখানে? না, কোনো জঙ্গি হামলা নয়। বিস্ফোরণও নয়। এই হামলা প্রকৃতির সন্তান মৌমাছির। পিলপিল করে মাঠে ঢুকছে মৌমাছির দল। আর প্রাণ বাঁচাতে মাঠে মিনিট বিশেক শুয়ে থাকলেন দুই দলের ক্রিকেটাররা। এমন দৃশ্যই দেখা গেল গতকাল শনিবার রাতে। জোহানেসবার্গের নিউ ওয়ান্ডার্স স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কার তৃতীয় একদিনের ম্যাচ চলছিল। প্রথমে ব্যাট করছিল শ্রীলঙ্কা। কিন্তু ২৫ তম ওভারে আচমকাই মাঠের মধ্যে হানা দেয় মৌমাছিরা। বাধ্য হয়েই মাটিতে শুয়ে মাথা, কান ঢেকে ফেলেন দুই দলের ক্রিকেটাররা। প্রায় ২০ মিনিট খেলা বন্ধ ছিল। দুজন গ্রাউন্ড স্টাফ অগ্নিনির্বাপক যন্ত্র দিয়েও মৌমাছি তাড়াতে ব্যর্থ হন। মৌমাছির হানা কিছুক্ষণ স্তব্ধ হলে মাঠ ছাড়েন ক্রিকেটাররা। প্রায় এক ঘণ্টা পর বন্ধ হয় মৌমাছির তাণ্ডব। তারপর শুরু হয় খেলা। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয়ে সিরিজ খোয়ায়। আর/১২:১৪/০৬ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2l7Ss15
February 06, 2017 at 06:37AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন