কলকাতা, ০৬ ফেব্রুয়ারি- চিটফান্ডে প্রতারিতদের টাকা ফেরানোর দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে নামার সিদ্ধান্তকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান৷ তাঁর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা পুরোটাই নাটক৷ শনিবার একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে মান্নান সাহেব বলেন, ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি(মমতা বন্দ্যোপাধ্যায়) চিটফান্ড সর্বস্বান্তদের স্বার্থে কটা আন্দোলন করেছেন? কতজন আত্মঘাতীর পরিবার পরিজনদের কাছে পৌঁছেছেন? একটা উদাহরণও খুঁজে পাওয়া যাবেনা। বরং যাতে সিবিআই তদন্ত আটকানো যায়, সেই লক্ষে জনগনের কয়েক কোটি টাকা নয়ছয় করে সুপ্রীম কোর্টে রাজ্য সরকারের নামে মামলা লড়েছেন। দন্তের নামে সিট গঠন করে প্রমান লোপাটের চেষ্টা করেছেন। সুপ্রিম কোর্ট প্রকৃত সত্য অনুধাবন করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। একের পর এক যখন নেত্রীর দলের নেতারা গ্রেফতার হতে শুরু করলেন। তখন তার আন্দোলনের কথা মনে পড়লো। আন্দোলনের নামে সিজিও কমপ্লেক্স ঘেরাও করলেন। আরও কত নাটক। কোনোভাবে সিবিআই তদন্ত বানচাল না করতে পারলে যে তার রেহাই নেই, এই সত্যটি অনুধাবনে তিনি ভুল করেননি। আর আজ সেই তিনি নাকি চিটফান্ডে প্রতারিতদের স্বার্থে মিছিল করবেন। এ তো ভুতের মুখে রামনাম! যার দলের একটার পর একটা নেতা সারদা, রোজভ্যালিতে গ্রেফতার হয়েই চলেছেন, যে দলের নেত্রী সারদাকর্তা, রোজভ্যালিকর্তার সাথে এক অজানা স্বার্থে ডেলোর গেস্টহাউসে রুদ্ধদ্বার মিটিং করেন। যে নেত্রীর আঁকা পাতে দেওয়ার যোগ্য নয় এমন ছবি চিটফান্ড কর্তা কোটি কোটি টাকায় কিনে নেত্রীকে তুষ্ট করার আপ্রাণ চেষ্টা করেন। সেই নেত্রী নাকি চিটফান্ডে প্রতারিতদের হয়ে আন্দোলনে নামবেন! একথা শুনলে ঘোড়ায়ও হাসবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে বিরোধী দলনেতা লিখেছেন, নেত্রীকে একটা কথা পরিষ্কার জানিয়ে দিতে চাই। যদি আপনি নির্দোষ হন। যদি আপনি জড়িত না থাকেন। তাহলে তদন্তে এত ভয় পাচ্ছেন কেন? সিবিআই সর্বোচ্চ আদালতে অভিযোগ করেছে, রাজ্য প্রশাসন তদন্তে কোনও সহযোগিতা করছেনা। যদি তাই-ই হয়, যদি প্রকৃতই সত্য উদঘাটন চান। তবে তদন্তে পরিপূর্ণ সহযোগিতা করুন। আর/১২:১৪/০৬ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lcveE3
February 06, 2017 at 06:06AM
06 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top