কলোম্বো, ০৫ ফেব্রুয়ারি- আইসিসি নারী বিশ্বকাপের বাছাইপর্বের প্রস্তুতি ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডকে হারিয়ে আসরটি শুরু করেছে তারা। ম্যাচে রুমানা-সালমারা জিতেছেন ৩৯ রানে। শ্রীলঙ্কার কলোম্বোতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ২৩৫ রান তোলে বাংলাদেশ দল। জবাবে আয়ারল্যান্ডের ইনিংস থেমে যায় ১৯৬ রানে। ব্যাটহাতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেন নিগার সুলতানা। তিনি ৬৭ বলে ৫১ রানের দারুণ একটি ইনিংস খেলেন। এ ছাড়া শারমিন সুলতানা ৪৭, অলরাউন্ডার সালমা খাতুন ৩৮ রান ও শরামিন আক্তার ২৯ রান করে দলের এই ইনিংস গড়ার পথে বড় ভূমিকা রাখেন। জবাবে আয়ারল্যান্ড শুরুটা ভালো করলেও পরে সে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। খাদিজাতুল কুবরা ৩৬ রানে চারটি এবং জাহানারা আলম ২৭ রানে দুই উইকেট নিয়ে প্রতিপক্ষের জয়ের পথে বাধা হয়ে দাঁড়ান। আর/১০:১৪/০৫ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kw44YJ
February 06, 2017 at 05:53AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top