৬ মার্চ কুমিল্লার তিন উপজেলায় উপ-নির্বাচন

নিজস্ব প্রতিবেদক ● আগামী ৬ মার্চ জেলার আদর্শ সদর, সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের তিনটি শূন্য পদ পূরণের জন্য উপনির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখিত উপজেলাগুলোর মধ্যে আদর্শ সদরে চেয়ারম্যান পদ, সদর দক্ষিণে মহিলা ভাইস চেয়ারম্যান ও চৌদ্দগ্রাম উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

কুমিল্লার আঞ্চলিক নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপনির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। সে লক্ষ্যে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিস সুষ্ঠ শান্তিপূর্ণ পরিবেশে উপনির্বাচনে ভোট গ্রহণ সংক্রান্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উপনির্বাচনে যারা প্রার্থী হবেন তাদের মনোনয়নপত্র চলতি ফেব্রুয়ারি মাসের ৯ তারিখের মধ্যে জমা দিতে হবে। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ মাসের ১৮ তারিখ প্রতিক বরাদ্দ দেয়া হবে।আগামী ৬ই মার্চ ভোট গ্রহণ করা হবে।

কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম জানান, জেলার উল্লেখিত তিন উপজেলা পরিষদের তিনটি পদ শূন্য থাকায় স্থানীয় সরকার বিভাগের কার্যক্রম ব্যহত হচ্ছিল। তাই আগামী ৬ই মার্চ উপনির্বাচনের মাধ্যমে শূন্য থাকা পদগুলোকে সচল করার লক্ষ্যে জনপ্রতিনিধি নির্বাচন করা হবে।সে লক্ষ্যে কাজ শুরু করা হয়েছে।

জানা যায়, কুমিল্লা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবদুর রউফ প্রায় ১৩ মাস আগে মারা যান। তারপর থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ভাইস চেয়ারম্যান অ্যাড. আমিনুল ইসলাম টুটুল।

সদর দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত মহিলা আসন) কাজী দেলোয়ারা বেগম ও প্রায় ২১ দিন আগে মারা যান। ফলে ভাইস চেয়ারম্যানের পদটি খালি থাকায় উপনির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের প্রয়োজন হয়। এছাড়াও চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম হাজারি প্রায় দুই বছর আগে মার যান।

The post ৬ মার্চ কুমিল্লার তিন উপজেলায় উপ-নির্বাচন appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2jRzaIc

February 05, 2017 at 11:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top