হ্যামিলটন, ০৫ ফেব্রুয়ারি- নিউজিল্যান্ডের কাছে বড়সর ধাক্কা খেল অস্ট্রেলিয়া। দুই ম্যাচ হেরে চ্যাপেল-হ্যাডলি সিরিজ হারার পর এখন ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষস্থান হারানোর শঙ্কায় অজিরা। কিউইদের কাছে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে হেরেছে তারা। এতে দুই পয়েন্ট কমে এখন দক্ষিণ আফ্রিকার সমান পয়েন্ট স্টিভ স্মিথ বাহিনীর। দুই দলের রেটিং পয়েন্ট সমান হলেও ভগ্নাংশের ব্যবধানে এখনও অবশ্য শীর্ষস্থানটি ধরে রেখেছে অস্ট্রেলিয়া। দুই দলের রেটিং পয়েন্ট এখন ১১৮। দক্ষিণ আফ্রিকার সামনে সুবর্ণ সুযোগ আছে অজিদের ছাড়িয়ে যাওয়ার। কারণ শ্রীলঙ্কার বিপক্ষে ৫ ম্যাচ সিরিজে এখন ৩-০ ব্যবধানে এগিয়ে তারা। সিরিজের বাকী দুই ম্যাচ জিততে পারলে মানে লংকানদের হোয়াইটওয়াশ করতে পারলেই র্যাংকিংয়ের শীর্ষে উঠে যাবে প্রোটিয়ারা। এছাড়া, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ রেটিং বেড়েছে নিউজিল্যান্ডের। ফলে ভারতকে টপকে র্যাংকিং তালিকায় তৃতীয়স্থানে উঠে এসেছে কিউইরা। ১১২ রেটিং নিয়ে চতুর্থস্থানে নেমে গেছে ভারত। ৯১ রেটিং নিয়ে সপ্তমস্থানে রয়েছে বাংলাদেশ। আইসিসি ওয়ানডে র্যাংকিং: আর/১০:১৪/০৫ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kHjADp
February 06, 2017 at 05:29AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top