‘চিলড্রেন ব্যাঙ্ক’ এর নোটের মূল পান্ডা ধৃত

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, দিল্লিঃ চিলড্রেন ব্যাংকের আসল গল্প এল সামনে। গত ৬ ফেব্রুয়ারি দক্ষিণ দিল্লির এসবিআই এটিএমে জাল ২০০০ টাকার নোট রাখার অভিযোগে গ্রেফতার করা হল মহম্মদ ইশা নামে বছর ২৭-এর এক যুবককে।

পুলিশ সূত্রের খবর, ধৃত ব্যক্তি দিল্লির সঙ্গম বিহারেরই বাসিন্দা। সে নিজে ওই এটিএমে ২০০০ টাকার জাল নোট ভরে। এর ফলে যেসব গ্রাহক সেই এটিএম থেকে টাকা তোলেন প্রত্যেকেই সেই জাল নোট পান। এটিএমে নোট ভরার জন্য ব্রিকস ইন্ডিয়া নামে একটি কোম্পানি দায়িত্বে রয়েছে। মহম্মদ ইশা সেই কোম্পানিরই কর্মী। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ইশার হদিশ পেয়েছিল গোয়েন্দারা। শুক্রবার ফের ওই এটিএমে নোট ভরতে আসলে তখনই তাকে গ্রেফতার করা হয়। মোট ১০টি জায়গায় জাল করা হয় ২০০০ টাকার নোটগুলি।



from Uttarbanga Sambad http://ift.tt/2meOZhZ

February 24, 2017 at 04:50PM
24 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top