মুম্বাই, ২৪ ফেব্রুয়ারি- বিশ্বসুন্দরী পরিচয় থেকে বেশি তিনি পরিচিত বলিউড অভিনেত্রী হিসেবে। বলিউড থেকে এক প্রকার বিচ্ছিন্নই বলা যেতে পারে তাকে। তিনি সুন্দরী বঙ্গতনয়া সুস্মিতা সেন। বিভিন্ন র্যাম্প শো আর অনুষ্ঠানেই আজকার সর্বাধিক বিচরণ তার। তেমনই এক ইভেন্টে সুস্মিতা জানালেন, বলিউড সিনেমায় ফিরছেন তিনি। এই প্রসঙ্গে সুস্মিতা বলেন, বড়পর্দায় যখন ফিরবেন, তখন এমন কোনও ছবি নিয়ে ফিরবেন, যা দর্শকদের খুশি করবে। যাতে তারা বলতে পারেন, একেই বলে ফিরে আসা, সুস্মিতাকে ভাল লেগেছে আমাদের! সম্ভবত এ বছরই মুক্তি পাবে ৪১ বছর বয়সী অভিনেত্রী সুস্মিতার বলিউড সিনেমা। শেষবার তাকে দেখা গিয়েছিল বাংলা ছবি নির্বাক-এ। এবার তার ফিরে আসা নিশ্চয়ই উপভোগ করবেন ভক্ত অনুরাগীরা, তেমনই আশা করছেন সুস্মিতা। সূত্র- টাইমস অব ইন্ডিয়া সম্পাদনা: মিঠু হালদার এফ/১৬:৪০/২৪ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2meEZoO
February 24, 2017 at 10:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top