মাল বোঝাই ট্রাকের ভারে ভেঙে পড়ল গিরিধারী সেতু

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, সিতাইঃ সেতুর ওপর দিয়ে মালবোঝাই ট্রাক যাওয়ার সময় ভেঙে পড়ল সেতু। বুধবার দুপুরে সিতাই ব্লকের গিরিধারী গ্রামের ঘটনা। ফলে সিতাই ব্লকের মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন গিরিধারীর বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছয়। সেতুতে আটকে পড়া লরিটিকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

জানা গিয়েছে, সিতাইয়ের নেতাজি বাজার থেকে জাটিগাড়া হয়ে গিরিধারী যাওয়ার এই রাস্তায় কয়েক কিলোমিটার আগে গিরিধারী নদীর ওপর অবস্থিত এই কংক্রিটের সেতুটি। প্রশাসনের তরফ থেকে নোটিশ বোর্ডে ভারি যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকলেও এই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চলে যাতায়াত।

সূত্রের খবর, কয়েকদিনের মধ্যেই ইঞ্জিনিয়ার ঘটনাস্থল পরিদর্শনে আসবেন। এলাকার বাসিন্দাদের যাতে চলাচলে কোনোরকম অসুবিধা না হয় তার জন্য বিকল্প ব্যবস্থা করা হবে।



from Uttarbanga Sambad http://ift.tt/2kqALKn

February 15, 2017 at 11:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top