ঢাকা, ০৮ ফেব্রুয়ারি- মাজারের খাদেমের বাসা আশ্রিত থাকেন ইফতেখার। খাদেমের পরিবারের দেখাশোনা করেন, খাদেমের মেয়ের দেখাশোনা করেন। তার বাসার আনুষাঙ্গিক কাজ করে দেন। খুবই অনুগত ইফতেখার। এরই অংশ হিসেবে ওই মাজারের বিবর্ণ দেওয়াল সুন্দর করার জন্য রঙ করার দায়িত্ব নেন। তুলির রঙে রঙে মাজারকে বর্ণিল করে তোলেন ইফতেখার। কে এই ইফতেখার? ইফতেখারের ভূমিকায় যিনি রয়েছেন তার নাম সাইমন সাদিক। গত বুধবার থেকে মানিকগঞ্জে শুরু হয়েছে জান্নাত চলচ্চিত্রের শুটিং। ছবিটি পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান মানিক। ছবিতে জুটিবদ্ধ হয়েছেন নায়ক সাইমন সাদিক ও নায়িকা মাহিয়া মাহি। সোশ্যাল মিডিয়া ফেসবুকে জান্নাত ছবির শুটিং এর কয়েকটি ছবি প্রকাশ করেছেন সাইমন। এই চলচ্চিত্রের একটি সিকোয়েন্সে সাইমনকে পেইন্টার হিসেবে দেখা গেল। সাইমন বলেন, গত বুধবার থেকে মানিকগঞ্জে জান্নাত ছবিটির শুটিং শুরু হয়েছে। টানা শুটিং এর জন্য মানিকগঞ্জে থাকতে হচ্ছে। আগামী ২০ তারিখে শুটিং শেষে ঢাকা ফিরবো। আর/১০:১৪/০৮ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kOGSaw
February 09, 2017 at 05:34AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন