নিজের সন্তান বিক্রি করাই তার পেশা

ttটাকার জন্য নিজের সন্তানকে বিক্রির সময় বুধবার রাওয়ালপিন্ডির চাকওয়াল থেকে পুলিশের হাতে আটক হয়েছেন পাকিস্তানের পাঞ্জাবের এক ব্যক্তি। খবর জিও নিউজের।

অভিযুক্ত ব্যক্তির নাম মোহাম্মদ আশরাফ। সম্প্রতি তার তিন মাস বয়সী পুত্রসন্তানকে এক লাখ রুপিতে বিক্রি করেন তিনি।

শিশুটির মা আমিনা জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তার সন্তানকে নিয়ে বাসা থেকে বের হন তার স্বামী। পরে সন্তান ছাড়া বাসায় ফিরে আসেন তিনি। সন্তান কোথায় জিজ্ঞাসা করলে স্বামী কোনো কিছু বলতে অস্বীকৃতি প্রকাশ করেন। বাধ্য হয়ে আমিনা সন্তানকে খুঁজে পেতে পুলিশের সাহায্য নেন। তিনি থানায় মামলা করেন।

পুলিশ জানায়, বুধবার চাকওয়াল থেকে শিশুটিকে উদ্ধার করেন তারা। এরপর শিশুর বাবা আশরাফকে গ্রেপ্তার করা হয়। তদন্ত কর্মকর্তারা আশরাফকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে বার বার ভুল তথ্য দেয়। জাহিদ নামে তার আরেক সন্তানকেও বিক্রি করে দিয়েছিলেন আশরাফ।

আশরাফ পুলিশকে জানান, সন্তান লালন-পালন করার মতো আর্থিক সামর্থ্য তার নেই। এই কারণেই সন্তান বিক্রি করে দিয়েছেন তিনি।

নিউটাউনের এএসপি তৌহিদ মেমন জানান, এর আগেও আশরাফ একাধিক বিয়ে করেছেন। গরিব পরিবারের নারীদের বিয়ে করতেন তিনি। তারপর সন্তান হওয়ার পর তাদের বিক্রি করে দিতেন আশরাফ।



from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2kToFZm

February 08, 2017 at 11:37PM
08 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top