মুম্বাই, ০৯ ফেব্রুয়ারি- ২০০৩ ও ২০০৬ সালে মুক্তি পায় মুন্না ভাই সিরিজের দুই ছবি। এরপর পেরিয়েছে এক দশকেরও বেশি। যদিও ব্লকবাস্টার হিট ছিল আগের দুটিই। ২০১০ সালে তৃতীয় কিস্তির ঘোষণাও দেন পরিচালক রাজকুমার হিরানি। পারেননি মুন্না ভাই-এর জন্যই। মামলায় সঞ্জয় দত্তের গ্রেপ্তার অতঃপর কারাবাসে অনিশ্চিত হয়ে পড়ে জনপ্রিয় এই সিরিজ। কিন্তু গেল বছর সঞ্জয় ছাড়া পাওয়ার পর এ নিয়ে আবারও আলোচনা শুরু, যার পালে আরো হাওয়া দিলেন ছবির সর্কিট ওরফে আরশাদ ওয়ার্সি, কিছুদিন আগেই মুন্নাভাই ৩-এর চিত্রনাট্য পড়েছি। অসাধারণ লেখা, খুবই সময় উপযোগী। আগের দুই কিস্তি দেখে যারা মুগ্ধ হয়েছে তারা এবারও হতাশ হবেন না। এত দিন পর মুন্নাভাইয়ের ফেরা যদি খুশির খবর হয় তবে দুঃসংবাদ হলো, এটাই হবে সিরিজের শেষ ছবি। পরিচালক রাজকুমার বলেন, আমরা মুন্না ভাই চলে আমেরিকার গল্প আগেই তৈরি করেছিলাম। সম্প্রতি লেখক সেটাকে আরো ঘষেমেজে নিয়েছেন। তবে এটাই হবে শেষ মুন্না ভাই। প্রতিটি পর্ব একই রকম মানসম্মত করা কঠিন। সে জন্যই এ সিদ্ধান্ত। মুন্না ভাই ট্রিলজির শেষটি দেখতে দর্শকদের অবশ্য আরো বছর দুয়েক অপেক্ষা করতে হবে। রাজকুমার এখন ব্যস্ত নাম ঠিক না হওয়া সঞ্জয় দত্তর বায়োপিক নিয়ে, যেটা শেষ করে মুন্না ভাই-এর কাজ শুরু করবেন। আর/১০:১৪/০৯ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kqQg0L
February 10, 2017 at 05:08AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top