চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ওয়াহেদপুর সীমান্ত এলাকা থেকে বৃহস্পতিবার একটি অকেজো বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন ও দুইটি গুলি উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
চাঁপাইনবাবগঞ্জে ৯’বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে.কর্নেল এস.এম আবুল এহসান জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে ওয়াহেদপুর বিওপির হাবিলদার জিল্লুর রহমানের নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার বত্রিশরশিয়া মাঠে বালুর নীচে একটি প্যাকেটে লুকানো অবস্থায় এগুলি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, অকেজো মরিচাযূক্ত বিদেশী পিস্তলটি ভারতীয় তৈরী কিন্তু এতে মেইড ইন ইউএসএ লেখা রয়েছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র-গুলি শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০২-১৭
চাঁপাইনবাবগঞ্জে ৯’বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে.কর্নেল এস.এম আবুল এহসান জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে ওয়াহেদপুর বিওপির হাবিলদার জিল্লুর রহমানের নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার বত্রিশরশিয়া মাঠে বালুর নীচে একটি প্যাকেটে লুকানো অবস্থায় এগুলি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, অকেজো মরিচাযূক্ত বিদেশী পিস্তলটি ভারতীয় তৈরী কিন্তু এতে মেইড ইন ইউএসএ লেখা রয়েছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র-গুলি শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০২-১৭
from Chapainawabganjnews http://ift.tt/2kSMRv0
February 09, 2017 at 09:14PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন