ব্র্যাড পিট-এর সঙ্গে বিচ্ছেদের পর প্রথমবারের মতো মুখ খুললেন মার্কিন অভিনেত্রী ও নির্মাতা অ্যাঞ্জেলিনা জোলি। সম্প্রতি নিজের নতুন সিনেমা ফার্স্ট দে কিলড মাই ফাদার-এর প্রদর্শনী উপলক্ষ্যে কম্বোডিয়া ভ্রমণ করেন জোলি। সেখানে বিবিসি ওয়ার্ল্ড নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি এই ব্যাপারে খুব বেশি কিছু বলতে চাই না। শুধু বলবো, এটা ছিল খুবই কঠিন এক সময়। আর আমরা সবাই মিলে একটি পরিবার, সবসময়ই আমরা এক ছিলাম, ভবিষ্যতেও একটি পরিবারই থাকবো। এই সময়টি পেরিয়ে যাবো আমরা এবং এর মাধ্যমে আরও শক্তিশালী পরিবারে রূপান্তরিত হব। তিনি আরও বলেন, এই কঠিন সময়ের সঙ্গে খাপ খাইয়ে নিতে তিনি তার ছয় সন্তান এবং পোষা প্রাণীদের দিকে মনযোগ বাড়িয়েছেন। গত কয়েকমাস বেশ কঠিন ছিল। আমি এখন এমন এক মুহূর্তে আছি, যখন সবাই আমার ঘরেই থাকে! তিনি বলেন, দুটো কুকুর, দুটো হ্যামস্টার এবং দুটি শিশু আমার ঘরেই থাকে। এটা অসাধারণ। তবে আমি প্রতিদিনই ঘুম থেকে উঠে ঠিক করার চেষ্টা করি, কে কুকুরদের হাঁটাতে নিয়ে যাবে এবং কে সকালের নাস্তার প্যানকেক বানাবে। ২০১৬ সালের অন্যতম বড় ঘটনা ছিল হলিউড জুটি অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিট-এর বিবাহ বিচ্ছেদ। ৯ বছরের প্রেম এবং দুই বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটান গতবছরের সেপ্টেম্বরে। আর/১০:১৪/২১ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lCRGJ0
February 22, 2017 at 04:49AM
21 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top