মুম্বাই, ১৮ ফেব্রুয়ারি- কঠোর পরিশ্রম, অধ্যাবসায় আর গ্ল্যামার দিয়ে খ্যাতির চূঁড়ায় পৌঁছেছেন বলিউড সুন্দরী মাধুরী দিক্ষিত। রূপালি পর্দার দীর্ঘ ক্যারিয়ারে কাজ করেছেন বৈচিত্রময় চরিত্রে। অভিনয়ের পাশাপাশি নিঁখুত নাচের ছন্দে নজর কেড়েছেন সবার। তিনি অনেক উঠতি তারকা ও ভক্তদের কাছে অনুকরনীয়। অনেকেই জানতে চান মাধুরী হয়ে উঠার টিপস, কৌশল। এবার মাধুরী নিজেই ভক্তদের উদ্দেশ্যে এক ক্ষুদে বার্তা দিয়ে জানালেন সেই কৌশল। শনিবার খুব ভোরে সবাই যখন ঘুমে মগ্ন তখনই নিজের ফেসবুক একাউন্টে নব্বই দশকের একটি ছবি প্রকাশ করে মাধুরী তাতে লেখেন, স্বপ্ন আপনা আপনি বাস্তবায়িত হয় না যদি স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার জন্য চেষ্টা না করা হয়। সাপ্তাহিক ছুটি ভেবে এই দিনগুলোকে অলসভাবে কাটিয়ে নিজের লক্ষ্য থেকে দূরে সরে যেও না। উঠে পড়ো আমার মতো এবং স্বপ্নের পিছনে ছুটো। বোঝাই যাচ্ছে বয়স হলেও পরিশ্রমটা মোটেও কমাননি এই তারকা। আর তাই তো এখনো অটুট রেখেছেন নিজের ফিটনেস এবং ব্যক্তিত্ব। শিগগিরই হয়তো দেখা যাবে তাকে বলিউডের পর্দাতেও। এফ/১৭:০০/১৮ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2luJACo
February 18, 2017 at 10:58PM
18 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top