গাজা সীমান্তে ইসরাইলি সেনার আত্মহত্যা

hফিলিস্তিনের গাজা সীমান্তে মোতায়েন ইসরাইলের এক সীমান্তরক্ষী আত্মঘাতী হলেন। মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন ওই রক্ষী৷ জানাচ্ছে ইসরাইলি সংবাদ মাধ্যম৷ গাজা সীমান্তে পাহারায় ছিলেন ওই ইসরায়েলি সেনা৷ আচমকা তিনি গুলি চালিয়ে দেন নিজের মাথায়৷ ছুটে আসেন অন্য রক্ষীরা৷
গুরুতর জখম অবস্থায় ওই ইসরাইলি সীমান্তরক্ষীকে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ কিছু পরে তার মৃত্যু হয়৷ আত্মঘাতী সেনার পরিচয় প্রকাশ করেনি ইসরাইল সরকার৷ কেন সে আত্মহত্যা করল তার তদন্ত শুরু হয়েছে৷
সম্প্রতি ইসরাইল সেনাবাহিনী এক বিবৃতিতে বলে, আত্মহত্যাই তাদের সেনাদের মৃত্যুর প্রধান কারণ হয়ে উঠেছে। গত বছর ১৫ জন ইসরাইলি সেনা আত্মহত্যা করেছে৷



from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2luIuqF

February 18, 2017 at 04:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top