শিবগঞ্জে নিরাপদ আম চাষ ও রপ্তানী বিষয়ক কর্মশালা

নিরাপদ আম উৎপাদন ও আমজাত পণ্য রপ্তানীর সুযোগ বৃদ্ধি বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস এ্যাসোসিয়েশনের উদ্যোগে ও বানিজ্য মন্ত্রণালয়ের এগ্রো প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিলের সার্বিক সহযোগিতায় ইউপি সম্মেলন কক্ষে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস এ্যাসোসিয়েশনের উপদেষ্টা মনোয়ারুল ইসলাম সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সহ-সভাপতি আব্দুল হান্নান। কর্মশালার আলোচক ছিলেন চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষনা কেন্দ্রের (আম গবেষনা কেন্দ্র) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হামিম রেজা, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.জমির উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ কল্যানপুর হটিকালচার সেন্টারের উপপরিচালক ড.সাইফুর রহমান।
কর্মশালায় ৭০ জন আমচাষী ও ব্যবসায়ীরা প্রশিক্ষণে অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০২-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2lSC2qJ

February 16, 2017 at 10:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top