‘প্রয়োজনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করা হবে’

নিজস্ব প্রতিবেদক ● ‘কুমিল্লা নামেই চাই কুমিল্লা বিভাগ’ দাবিতে নানা কর্মসূচি পালন করেছে কুমিল্লার সর্বস্তরের মানুষ। বিভাগের নাম ‘ময়নামতি’ নয় ‘কুমিল্লা’ই হতে হবে’ স্লোগানে বৃহস্পতিবার নগরীর কান্দিরপাড়ে মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। পরে পূবালী চত্বরের মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, কুমিল্লাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি কুমিল্লা বিভাগ। কিন্তু বিভাগ বাস্তবায়নের শুরুতে বিভাগের নাম ‘কুমিল্লা’র স্থলে ‘ময়নামতি’ নামকরণের প্রস্তাব ষড়যন্ত্রেরই অংশ। এ ষড়যন্ত্রের প্রতিবাদে প্রয়োজনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করা হবে।

বক্তারা কুমিল্লা বিভাগের নাম ‘কুমিল্লা’ করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

টাউন হল গেটে জাগ্রত মানবিকতা, সচেতন কুমিল্লাবাসী, বৃহত্তর কুমিল্লাবাসী, বিভাগ আন্দোলন বাস্তবায়ন কমিটি, নাগরিক ঐক্য পরিষদ এবং পুবালী চত্বরে কুমিল্লার সচেতন নাগরিক সমাজ ব্যানারে এসব কর্মসূচি পালিত হয়।

গত ১৪ ফেব্রুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম ‘ময়নামতি’ রাখার নির্দেশনা দেন।

একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ‘আজকে প্রধানমন্ত্রী বৈঠকে বলেছেন কুমিল্লা বিভাগের নাম ময়নামতি রাখা হবে। ভবিষ্যতে কোনো জেলার নামে আর বিভাগ হবে না। নতুন নামকরণ করা হবে।’

পৃথক বিভাগের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছে কুমিল্লার মানুষ। ২০১১ সালে কুমিল্লা পৌরসভা সিটি করপোরেশনের মর্যাদা লাভ করে। তবে বিভাগ এখনো ঘোষণা করা হয়নি।



from Comillar Barta™ http://ift.tt/2lWHLem

February 16, 2017 at 10:23PM
16 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top