মুম্বাই, ০৪ ফেব্রুয়ারি- পিঙ্ক ছবির পর থেকেই তাঁর জনপ্রিয়তা তুঙ্গে৷ ছবিতে এক স্বাধীনচেতা তরুণীর ভূমিকায় অভিনয় করে এই প্রজন্মের অনেকের কাছেই রোল মডেল হয়ে উঠেছেন তিনি৷ তবে রিল লাইফের মতো বাস্তবেও যে তিনি একই রকম স্বাধীনচেতা তাই প্রমাণ করলেন তাপসি পান্নু৷ ফেয়ারনেস ক্রিমে অনাস্থা জানিয়ে এক অনুষ্ঠান বাতিল করলেন তিনি৷ প্রচারের আলো সকল অভিনেতা-অভিনেত্রীরই কাম্য৷ তবে কোনও আদর্শের জন্য তা ছেড়ে দেওয়া মোটেও সহজ কম্য নয়৷ ঠিক সেই কাজটিই করলেন অভিনেত্রী৷ আগামী মার্চে জয়পুরে একটি অনুষ্ঠান করার কথা ছিল তাপসির৷ প্রথমে তাতে সম্মতি দিয়েও ফেলেছিলেন৷ কিন্তু পরে জানতে পারেন যে অনুষ্ঠানটির সঙ্গে যুক্ত একটি ফেয়ারনেস ব্র্যান্ড৷ অনুষ্ঠানের শর্ত অনুযায়ী ব্র্যান্ডের সঙ্গে ছবিও তুলতে হত তাঁকে৷ অর্থাৎ পরোক্ষে প্রমোট করতে হত ব্র্যান্ডটিকে৷ এ কথা জেনেই মত বদল করেন তাপসি৷ আয়োজকদের জানিয়ে দেন অনুষ্ঠানে তিনি থাকছেন না৷ বলিউডে নন্দিতা দাসের মতো অভিনেত্রী বরাবরই এই ফর্সা করার ক্রিমের বিরুদ্ধে প্রচার চালিয়েছেন৷ ফর্সা বা কালোর উপর যে নারীর কৃতিত্ব নির্ভর করে না, তা বরাবরই বলে এসেছেন তিনি৷ বহু অভিনেতা, অভিনেত্রীই এই প্রচারে শামিল হয়েছিলেন৷ এবার সে তালিকায় যুক্ত হলেন তাপসিও৷ কোনওভাবেই এই বর্ণবিদ্বেষকে প্রশ্রয় দিতে নারাজ তিনি৷ এর পিছনে কারণও আছে৷ তিনি নিজেও এর শিকার হয়েছেন৷ তবে একটু অন্যভাবে৷ কালো বলে নয়, ফর্সা বলেই তাঁকে বেশ কয়েকটি ছবি থেকে বাদ পড়তে হয়েছিল৷ আর তাই ফর্সা বা কালো হোক, এই ধারণার প্রচারে তিনি কোনওভাবেই অংশ নিতে চান না৷ পিঙ্ক ছবির পর থেকে এই মুহূর্তে বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী তাপসি৷ আপাতত তাই নিজের কাজেই মনোযোগ দিতে চান তিনি৷ আর/১৭:১৪/০৪ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2l7tKed
February 05, 2017 at 12:08AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তুর্কি সিরিজ আরতুগ্রুলে মজেছেন ভারতের মুসলিমরা
07 Oct 20200টিমুসলিম বিশ্বে দারুণভাবে সাড়া ফেলে তুরস্কের টিভি সিরিজ দিরিলিস: আরতুগ্রুল। এখন কাশ্মীরসহ ভারতের মুসলি...আরও পড়ুন »
আবারো ভাইরাল শাহরুখকন্যার ছবি
07 Oct 20200টিমুম্বাই, ৭ অক্টোবর- উষ্ণতায় ভরা চোখ ঝলসানো ছবি শেয়ার করে ফের ভাইরাল হলেন বলিউড বাদশাহর কন্যা সুহানা ...আরও পড়ুন »
এবার সুশান্ত-ভক্তের আত্মহত্যার হুমকি
07 Oct 20200টিমুম্বাই, ০৭ অক্টোবর- বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় চারমাস পার হলেও এখন পর্যন্ত তা...আরও পড়ুন »
প্রায় একমাস পর জামিন পেলেন রিয়া চক্রবর্তী
07 Oct 20200টিমুম্বাই, ০৭ অক্টোবর- ৯ দিন জেলে কাটিয়ে অবশেষে জামিন পেলেন সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্...আরও পড়ুন »
কাজলের বাগদান সম্পন্ন, বিয়ের পিঁড়িতে বসছেন ৩০ অক্টোবর
07 Oct 20200টিমুম্বাই, ৭ অক্টোবর- তামিল, তেলেগু ও হিন্দি ছবির জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়ালের বিয়ের গুঞ্জন শোনা ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.