দিনেদুপুরে ইভটিজিংয়ের শিকার ছাত্রী

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, বালুরঘাটঃ টিউশন থেকে অটোতে চেপে বাড়ি ফেরার পথে ইভটিজিংয়ের শিকার হল এক ছাত্রী। বালুরঘাট শহর লাগোয়া অমৃতখণ্ডগ্রাম পঞ্চায়েতের মালঞ্চা হাইস্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী সে। মঙ্গলবার সকালে টিউশন শেষে বাড়ি ফেরার সময় ওই অটোতেই চেপে বসে অজ্ঞাতপরিচয় এক যুবক। যুবককে পাত্তা দিতে না চাওয়ায় অটো থেকে নামার আগে ওই যুবক ছাত্রীর চুল কেটে তার হাতে ধরিয়ে দিয়ে নেমে যায়। কোনো প্রতিবাদ করেনি অটোচালকও। অবশেষে পথে কলকলা ফাঁড়ির কাছে নাকা চেকিংয়ের সময় বিষয়টি নজরে আসে সিভিক ভলেন্টিয়ারদের। যুবক চম্পট দিলেও অটোচালক বঞ্জন সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নির্যাতীতা ছাত্রীর মা থানায় লিখিত অভিযাগ জানান। শহরের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশ জোরকদমে নেমেছে তদন্তে। ডিএসপি (সদর) সৌম্যজিৎ বড়ুয়া বলেন, ‘এক ছাত্রী ইভটিজিংয়ের শিকার হয়েছে। অজ্ঞাতপরিচয় এই যুবকের খোঁজ চলছে। অটোচালককে আটক করা হয়েছে।’



from Uttarbanga Sambad http://ift.tt/2lSQr6t

February 28, 2017 at 10:30PM
28 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top