গোমস্তাপুরে আধুনিক প্রযুক্তিতে আম উৎপাদন ও রপ্তানীর সুযোগ বৃদ্ধি বিষয়ক কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে আধুনিক প্রযুক্তিতে নিরাপদ আম উৎপাদন ও আমজাত পণ্য রপ্তানীর সুযোগ বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে । মঙ্গলবার সকালে গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দিনব্যাপি এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের এগ্রো প্রডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিলের সহযোগিতায় বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস এ্যাসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জ আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান মুহা. শাহ আলম।
কর্মশালায় এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান হানু সভাপতিত্বে কর্মশালায় আমের পরিচর্যা, নিরাপদ আম উৎপাদনে করণীয় বিষয় তুলে ধরেন চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষনা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. হামিম রেজা, উর্ধ্বতন কর্মকর্তা ড. জমির উদ্দিন। কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শুকুরুদ্দীন, বাণিজ্য মন্ত্রণালয়ের এগ্রো প্রডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিলের সহকারী নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান খান, এ্যাসোসিয়েশনের সদস্য ফজলুল হক ইনু, মহসিন আলীসহ অন্যরা।
কর্মশালায় বক্তারা বলেন, ফলের রাজা আম, আর আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ। জেলার প্রধান অর্থকরি ফসল আম নিয়ে বিশাল সম্ভাবনা রয়েছে। বিষমুক্ত, নিরাপদ ও রপ্তানী যোগ্যা আম উৎপাদন করে, এসব আম বিদেশে রপ্তানী হলে আরও বেশী বেশী বৈদেশিক মুদ্রাসহ অর্থ আয় হবে। এর জন্য আম চাষী ও ব্যবসায়ীদের উন্নত পদ্ধতিতে আমের পরিচর্যা করতে হবে। এবছর অন ইয়ার হওয়ার জেলার গাছে গাছ যেভাবে মুকুল এসেছে, কোন প্রতিকূল আবহাওয়া না এলে এবার জেলায় প্রচুর পরিমানে আম উৎপাদন হবে। এ সুযোগকে কাজে লাগিয়ে প্রচুর অর্থ আয় হবে।
কর্মশালায় ৭৫ জন আমচাষী ও বাগান মালিকরা অংশ নেয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০২-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2mAZbym

February 28, 2017 at 09:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top