মুম্বাই, ২০ ফেব্রুয়ারি- পরিচালক জানিয়েছিলেন, এমন কাউকে নায়িকা করতে চান, যাঁর আন্তর্জাতিক পর্যায়ে জনপ্রিয়তা ভালই রয়েছে। হিসেব মতো সকলে ধরে নিয়েছিলেন ব্যাং ব্যাংখ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দের আগামী ছবির নায়িকা হচ্ছেন প্রিয়ঙ্কা চোপড়া। কিন্তু এখন শোনা যাচ্ছে, তাঁর ভারত-চিন ছবির মুখ্য নারীচরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে! গত বছরই জানা গিয়েছিল ভারত-চিন প্রযোজিত দুটি ছবি তৈরি হচ্ছে ইরস ইন্টারন্যাশনালএর ফ্র্যাঞ্চাইজি ফিচার ফিল্ম স্টুডিও ট্রিনিটি পিকচার্স এবং চিনের প্রযোজনা সংস্থার যুগ্ম প্রয়াসে। দুটো ছবির মধ্যে একটার পরিচালক কবীর খান, অন্যটির সিদ্ধার্থ আনন্দ। তিনি বলেছিলেন, একটা ক্রস-কালচারাল লাভ স্টোরি তৈরি করছি। গল্পের প্রেক্ষাপট বেজিং। আন্তর্জাতিক স্তরে যাঁর জনপ্রিয়তা রয়েছে, তেমন কোনও অভিনেত্রীকেই নায়িকা করব। ইঙ্গিতটা সে সময়ে প্রিয়ঙ্কার দিকেই ছিল। কিন্তু এখন মনে হচ্ছে, দীপিকাই বাজি মেরে বেরিয়ে গেলেন। নায়িকার মুখপাত্র জানিয়েছেন, দীপিকা ছবি করতে রাজি হয়েছেন। ছবির ওয়ার্কিং টাইটেল, লাভ ইন বেজিং। দীপিকার হলিউড ডেবিউ ট্রিপ্ল এক্স: রিটার্ন অফ জ্যান্ডার কেজ মুক্তি পেয়েছিল গত মাসে। বক্স অফিসে তেমন কামাল করতে না পারলেও ভিন ডিজেলের বিপরীতে ডেবিউ হওয়ায় দীপিকা ভালই এক্সপোজার পেয়েছেন। ভারতে না হলেও, চিনে নাকি ভালই ব্যবসা করেছে ট্রিপ্ল এক্স...। হয়তো তাই, প্রিয়ঙ্কার বদলে তাঁকেই চূড়ান্ত করেছেন ছবি নির্মাতারা। তবে এ-ও হতে পারে, যে প্রিয়ঙ্কার ব্যস্ততার কারণেই তাঁর বদলে জায়গা পেলেন দীপিকা। প্রিয়ঙ্কা আপাতত কোয়ান্টিকোর শ্যুটিং নিয়ে বেজায় ব্যস্ত। কয়েকদিন পর থেকেই তাঁর প্রথম হলিউড ছবি বেওয়াচএর প্রচার শুরু হয়ে যাবে জোরকদমে। আসন্ন অস্কার সেরেমনির জন্যেও যে তিনি প্রস্তুত হচ্ছেন, তা আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। সেই তুলনায় দীপিকার পদ্মাবতীর শ্যুটিং শেষ হলে অন্য কোনও ব্যস্ততা তেমন নেই। হয়তো সব বুঝেশুনেই তাঁকে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এফ/০৮:১৫/২০ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2m2bmDK
February 20, 2017 at 02:15PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন