কুয়ালালামপুর, ২০ ফেব্রুয়ারি-মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে ৪৩ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১৬৯ জন নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ। শনিবার সকালে সেলাঙ্গর পেতালিং জায়ার সানওয়ে পিরামিড শপিং কমপ্লেক্সে ৭ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। অভিযানে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, নেপাল, মিয়ানমার, পাকিস্তান, থাইল্যান্ড, জর্ডানের, সিরিয়া, ক্যামেরুন, কেনিয়া, ফিলিপিন্স এবং কিরগিজস্তানের অন্তত ৩শ নাগরিককে অবৈধ অভিবাসনের দায়ে অভিযুক্ত করা হয়। পরে কাগজপত্র যাচাইয়ের পর ৪৩ বাংলাদেশিসহ ১৬৯ জনের কাছে বৈধ কাগজপত্র না থাকায় তাদেরকে আটক করে শাহ আলমের একটি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। স্থানীয় গণমাধ্যম জানায়, ইমিগ্রেশন পুলিশ, রেলওয়ে, জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা, সিভিল ডিফেন্স কর্তৃপক্ষসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা এ অভিযানে অংশ নেয়। এফ/০৮:২১/২০ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lxBjgT
February 20, 2017 at 02:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top