ঢাকা, ২০ ফেব্রুয়ারি- গত ৯ ফেব্রুয়ারী ভারতের মাটিতে ঐতিহাসিক টেস্ট খেলে বাংলাদেশ দল। সেদিন পর্দা উঠে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসরের। তাই পেশোয়ার জালমির হয়ে সাকিব-তামিম এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে রিয়াদের খেলা হয়নি প্রথম কয়েকটি ম্যাচ। তবে টেস্ট শেষে দুবাই যান এ তিন ক্রিকেটার। আসন্ন শ্রীলঙ্কা সফরের আগেও দেশে ফেরা হচ্ছে না এই তিন ক্রিকেটারের। যাওয়া হচ্ছে না বাংলাদেশ দলের সঙ্গেও। তবে সাকিব-তামিম-রিয়াদরা সরাসরি শ্রীলঙ্কায় গিয়ে দলের সাথে যোগ দেবেন বলে জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এই তিন ক্রিকেটারের বিষয়ে নান্নু বলেন, সাকিব-তামিম-রিয়াদ দেশে ফিরছে না। তারা সরাসরি শ্রীলঙ্কায় যোগ দেবে। উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ২৭ ফেব্রুয়ারি দেশ ছাড়বে বাংলাদেশ দল। এই সফরে টেস্ট ও ওয়ানডে দল আগের মতো থাকলেও টি-টোয়েন্টি দলে নতুন খেলোয়াড় নেয়ার কথা ভাবা হচ্ছে। এ বিষয়ে নান্নু বলেন, আমাদের প্রতিষ্ঠিত কিছু খেলোয়াড় তো আছেই। টেস্টে ও ওয়ানডেতে এটা নিয়ে খুব বেশি চিন্তা করছি না। তবে টি-টোয়েন্টিতে নতুন কিছু খেলোয়াড়দের সুযোগ দেওয়ার চিন্তা করছি। এদিকে স্বাগতিক বাংলাদেশসহ আট দলের অংশগ্রহণে আগামী ১৫ মার্চ মাঠে গড়ানোর কথা ইমার্জিং কাপ। এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত অনূর্ধ্ব-২৩ পর্যায়ের এই আসরে দল দেয়ার বিষয়ে প্রধান নির্বাচক বলেন, আমরা এইচপি স্কোয়াড থেকে ২২ জনের একটা দল করে দিয়েছি, যেটা জেনুইন অনূর্ধ্ব-২৩। ওদের অনুশীলন শুরু হয়ে যাবে ২৫ তারিখ থেকে। জাতীয় দলের প্রতিষ্ঠিত ভাল চারজন খেলোয়াড় এখানে দিতে পারব আশা করি। এফ/০৮:৪৫/২০ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2m2k2Ks
February 20, 2017 at 02:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top