ঢাকা, ২০ ফেব্রুয়ারি- যৌথ প্রযোজনার বাংলা চলচ্চিত্র ডুব নিয়ে টানা বিতর্কের এক পর্যায়ে এটির অনাপত্তি পত্র বাতিল করেছে একটি সরকারি পর্যালোচনা কমিটি। পরিচালক মোস্তফা সারওয়ার ফারুকীর তৈরি ডুব নামে ছবিটি প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের জীবনের কিছু বিতর্কিত অধ্যায়ের সঙ্গে মিলে যায়, এমন এক খবরের ভিত্তিতে তার স্ত্রী মেহের আফরোজ শাওন ছবিটির ব্যাপারে ঘোর আপত্তি জানিয়ে আসছিলেন। তিনি সম্প্রতি এ আপত্তির কথা একটি চিঠির মাধ্যমে সেন্সর বোর্ডকেও জানান। কিন্তু, পরিচালক ফারুকীর বক্তব্য, ছবিটির গল্প ও চরিত্ররা কাল্পনিক। তিনি এ অনাপত্তি পত্র বাতিলকে বেআইনী বলছেন ও সরকার সিদ্ধান্ত না বদলালে প্রয়োজনে আদালতে যাবেন বলে জানিয়েছেন। এদিকে, রবিবার দুপুর ১২টায় ধানমন্ডির নিজ বাসভবন দখিন হাওয়ায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন করেন শাওন। ডুব-এর পাত্রপাত্রীরা হেভিওয়েট। রয়েছেন মুম্বইয়ের ইরফান খান, কলকাতার পার্ণো মিত্র, ঢাকার নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী প্রমুখ। প্রযোজনা করেছে যৌথভাবে ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। বিনিয়োগ আছে ইরফান খানেরও। এই ছবির সব কাজ শেষ। এখন মুক্তির অপেক্ষা। শাওনের সংবাদ সম্মেলনের ভিডিও এফ/০৮:৪৫/২০ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lAQFBI
February 20, 2017 at 03:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top