রাশিয়ার কাছ থেকে ডোনাল্ড ট্রাম্প এক বিশেষ উপহার পেতে চলেছে। উপহারের বস্তুটি কী জানলে তা শুণলে অনেকেই চমকে উঠতে পারবেন৷সব কিছু ঠিক ঠাক থাকলে এডওয়ার্ড স্নোডেনকে মার্কিন প্রশাসনের হাতে তুলে দিতে পারেন পুটিনের রাশিয়া। যদিও রাশিয়ার পক্ষ থেকে এখনো এ বিষয়ে খোলসা করে কিছু না জানানো হলেও সিআইএ-এফবিআই সূত্রে তেমনটাই জানা যাচ্ছে।
আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ)-র হয়ে গুপ্তচর বৃত্তি করত বলে গোটা দুনিয়ার কাছে পরিচিত এই এডওয়ার্ড স্নোডেন। ২০১৩ সালে এনএসএ-র গোপন তথ্য ফাঁস করায় স্নোডেন মার্কিন সরকারের চোখে আসামী হয়ে যান। আর তার পরে নিরাপদ আশ্রয় খুজতে তিনি রাশিয়ায় চলে যান বলেই খবর৷এদিকে আমেরিকা বার বার স্নোডেনকে ফেরানোর কথা বললেও এতদিন রাশিয়া কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এমনকী অভিযোগ ওঠে, স্নোডেন নাকি এখন উল্টে রাশিয়ার গোয়েন্দা বিভাগের হয়ে কাজ করছেন। রাশিয়া যেন এই প্রাক্তন মার্কিন গুপ্তচরকে নিরাপত্তা দিচ্ছে। কিন্তু ইঙ্গিত মিলেছে পরিস্থিতি বদলের তাই এবার নাকি স্বতঃপ্রণোদিত হয়ে আমেরিকার হাতে তুলে দিতে যাচ্ছেন পুতিন।
জল্পনা রটলেও স্নোডেনকে আদৌ আমেরিকায় ফেরান হবে কি না তা নিয়ে এখনো নিশ্চিত করে কিছুই জানাতে পারছেন না তার আইনজীবী বেন উইজনার। রাশিয়া এখনো তাকে এই বিষয়ে কিছু জানায়নি বলে দাবি বেনের৷
এদিকে আমেরিকার গোয়েন্দা বিভাগ সূত্রে এ খবর সামনে আনার পরই স্নোডেন একটি টুইট করেছেন। যাতে তিনি জানিয়েছেন, প্রমাণ হয়, তিনি কখনই রাশিয়ার গোয়েন্দা বিভাগে কাজ করেননি।
মার্কিন ভোটের আগে থেকেই ট্রাম্পের সঙ্গে সখ্যতা ইঙ্গিত দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। আবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জেতানোর জন্য রাশিয়ার বিরুদ্ধে হ্যাকিংয়ের অভিযোগও উঠেছে। ফলে কূটনৈতিক মহলের ধারণা, এ বার স্নোডেনকে হাতিয়ার করে পুতিন আরো বেশি কাছাকাছি আসতে চলেছেন ট্রাম্পের।
from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2l0vEA4
February 11, 2017 at 08:39PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন