বিশ্বনাথে অসুস্থ আতিক মিয়াকে ‘ইনসান এইড ইউকে’র আর্থিক অনুদান প্রদান

DSC_0009

মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে অসুস্থ আতিক মিয়ার চিকিৎসার জন্য ইনসান এইড ইউকে’র পক্ষ থেকে দেড় লক্ষ টাকা প্রদান করা হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে আতিক মিয়ার পরিবারের সদস্যদের হাতে দেড় লক্ষ টাকার চেক তুলে দেন ইনসান এইড ইউকে’র নেতৃবৃন্দ। মহতি এই কাজে হৃদয়বানদের এই আন্তরিকতা আর মহানুভবতার জন্য ইনসান এইড’সহ যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অসহায় পরিবারটি।

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ঘাসিগাঁও গ্রামের আতিক মিয়ার স্ত্রী ৪ সন্তানের জননী বিলকিছ বেগম নিজের জীবনের মায়া ত্যাগ করে স্বামীকে বাঁচাতে দিয়েছিলেন নিজের দেহ থেকে একটি কিডনী। কিন্তু সেই কিডনীতে ভাইরাস জনিত কারনে সমস্যা দেখা দেওয়ায় নতুন করে জরুরী ভিত্তিতে চিকিৎসার প্রয়োজনীয়তা দেখা দেয়। এমতাবস্থায় একটি মানবিক আবেদন জানিয়ে গত ২৯ জানুয়ারী বিশ্বনাথ নিউজ ২৪ ডটকম-এ ‘বিশ্বনাথে নিজের কিডনী দিয়েও অল্প টাকার জন্য স্বামীর চিকিৎসা করাতে পারছেন না গৃহবধূ বিলকিছ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

পরদিন অনলাইন পোর্টাল, জাতীয় ও স্থানীয় দৈনিক বিভিন্ন পত্রিকায় গুরুত্ব সহকারে সংবাদটি প্রকাশিত হয়। এরপর আতিক মিয়ার চিকিৎসা সহায়তায় এগিয়ে আসেন যুক্তরাজ্য প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্টাতা মোহাম্মদ ছইল মিয়া এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কমিউনিটি ব্যক্তিত্ব আনোয়ারুজ্জামান চৌধুরীর দুই কিশোর পুত্র রায়হানুজ্জামান চৌধুরী ও রুমানুজ্জামান চৌধুরী’সহ বৃত্তবানরা। ফলে গত ২ ফেব্রুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আতিক মিয়াকে। বর্তমানে ঐ হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি নজরে পড়ে ইনসান এইড ইউকে’র কর্তৃপক্ষের। ফলে আতিক মিয়ার চিকিৎসা সহায়তায় এগিয়ে আসেন ইনসান এইড ইউকে’র নেতৃবৃন্দও। রোববার দুপুরে আতিক মিয়ার বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে দেড় লক্ষ টাকার চেক তুলে দেন ইনসান এইড ইউকে’র নেতৃবৃন্দ। চেকটি গ্রহন করেন আতিক মিয়ার ছোট দুই মেয়ে ইভা আক্তার ও শুভা আক্তার এবং বড় মেয়ের জামাই এনামুল হক।

এসময় উপস্থিত ছিলেন- ইনসান এইড ইউকে’র ভাইস চেয়ারম্যান মাহবুব আলম শামীম, ট্রাস্টি মুজিবুল হক, কান্ট্রি ম্যানেজার খালেদ আহমদ, সাবেক ইউপি সদস্য মানিক মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য নূর উদ্দিন।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2mreY2B

February 26, 2017 at 04:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top