ওসমানীনগরে দুই গ্রামবাসির সংঘর্ষে নিহত ১, আহত ৩০

images-16

বিশ্বনাথ (সিলেট ) প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে এক তরুণ নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। নিহত সাইফুল ইসলাম (১৭) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মৃত শরফ উদ্দিনের ছেলে।  রোববার দুপুরে উপজেলার উত্তর কালনিরচক গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের সিলেট ওসমানীন হাসপাতাল ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৫ রাউন্ড গুলি ছোড়ে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

সূত্রে জানাগেছে, শনিবার বিকেলে ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের উত্তর কালনীচর গ্রামের সাবেক মেম্বার শওকত আলী ও সুমানগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দক্ষিণ কালনীচর গ্রামের মেম্বার সদরুল ইসলামের ভাই বাহার উদ্দিনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রোববার সকালে উভয় গ্রামের লোকজন মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপি সংঘর্ষে ইট-পাথরের আঘাতে সাইফুল ইসলাম নিহত ও কমপক্ষে ৩০জন আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ওসি আবদুল আউয়াল চৌধুরী সাংবাদিকদের বলেন, স্থানীয়  চা দোকানে চিড়া খাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে উত্তর কালনীর চর ও দক্ষিণ কালনীর চর গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। সংঘর্ষ চলাকালে পাথরের আঘাতে ইসলাম ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে ৫ রাউন্ড গুলি ছোড়ে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন ।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2mroJ0C

February 26, 2017 at 04:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top