বিশ্ব সংগীতের মর্যাদাপূর্ণ গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গর্ভবতী অবস্থায় হাজির হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন সংগীত শিল্পী বেয়ন্সে। গর্ভবতী হয়েও তিনি যেভাবে পারফর্ম করলেন, তা বিস্মিত করেছে দর্শকদের। তবে হতবাক করে দিয়েছে তাঁর চেয়ার অ্যাক্ট। যে ভিডিও দেখে চমকে উঠেছেন অনেকেই। ৫৯তম গ্র্যামির আসরে নয়টি মনোনয়ন পেয়েছিলেন বেয়ন্সে। এর কয়েকটি এসেছে তাঁর ঝুলিতেও। তবে পুরস্কারের নিরিখে বাজিমাত করে গিয়েছেন অ্যাডেলে। পেয়েছেন পাঁচটি গ্র্যামি। যেখানে রয়েছে সং অফ দ্য ইয়ার ও অ্যালবাম অফ দ্য ইয়ারের মতো শীর্ষ খেতাব। অন্যদিকে বেয়ন্সে জিতে নিয়েছেন বেস্ট মিউজিক ভিডিও ও বেস্ট কনটেমপোরারি অ্যালবামের খেতাব। কিন্তু পুরস্কারের বাইরে গ্র্যামির মঞ্চে অপেক্ষা করে থাকে আরও অনেক চমক। এবার সেখান থেকেই প্রচারের সবটুকু আলো নিজের দিকে ঘুরিয়ে নিলেন বেয়ন্সে। এফ/১৬:৩২/১৩ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2laVL72
February 13, 2017 at 10:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top