মুম্বাই, ১৩ ফেব্রুয়ারি- বলিউড বাদশা শাহরুখ খানকে অভিনয়ের জন্য অস্কার পুরস্কার দেয়া উচিত বলে মনে করছেন বিখ্যাত লেখক পাওলো কোয়েলহো। তিনি বলেন, যিনি নিজের অভিনয় দক্ষতা দিয়ে বছরের পর বছর লাখ লাখ ভক্তদের মাতিয়ে রেখেছেন তাকে এই সম্মানে ভূষিত করা উচিত। রবিবার বলিউডের সুপারহিট ছবি মাই নেম ইজ খান-এর সাত বছর পূর্ণ হলো। দ্য অ্যালকেমিস্ট বইয়ের লেখক সচরাচর হিন্দি ছবি দেখেন না। তবে তিনি শাহরুখের এই ছবি দেখে মুগ্ধ হয়ে হয়েছেন। ছবির চিত্রনাট্য থেকে নায়কের অভিনয়, সবকিছুই এককথায় দারুণ লেগেছে কোয়েলহোর। আর তারপরই টুইটারে কিং খানের প্রশংসা করেন তিনি। পাওলো লিখেছেন, প্রথমবার শাহরুখের কোনো সিনেমা দেখলাম। ছবিটি অনেক বছর আগে মুক্তি পেলেও এ বছরই দেখার সুযোগ হলো। শুধু ছবিই নয়, এসআরকের অভিনয়ও মন ছুঁয়ে গিয়েছে। এই ছবির জন্য সুপারস্টারকে অস্কার দেয়া উচিত। এই পুরস্কার পক্ষপাতদুষ্ট না হলেও নিশ্চয়ই অস্কার পেত। শাহরুখের বাকি ছবিগুলো দেখারও ইচ্ছা প্রকাশ করেছেন কোয়েলহো। কিংবদন্তি লেখকের থেকে প্রশংসা পেয়ে আপ্লুত শাহরুখ। টুইটারে কোয়েলহোকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সেই সঙ্গে বলেছেন, লেখকের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছেন। ব্রাজিলীয় সাহিত্যিক তাঁর ছবি দেখায় দারুণ খুশি পরিচালক করণ জোহরও। আর/১৭:১৪/১৩ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2laWWDB
February 13, 2017 at 11:06PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন