ঢাকা, ২৫ ফেব্রুয়ারি- ইনজুরি কাটিয়ে শ্রীলঙ্কা সফরে ফিরেছিলেন বাংলাদেশের বিস্ময় বালক মোস্তাফিজুর রহমান। তবে স্বাভাবিক ছন্দ ফিরে পাননি তিনি। এমনকি ভুগেছিলেন আত্মবিশ্বাসের অভাবে। তবে সেসব দিন পেছনে ফেলে আবারও নিজের চেনা ছন্দে ফিরেছেন বলে দাবি করেছেন কাটার মাস্টার। এমনকি আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী বলেও জানান তিনি। শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করতে আসে বাংলাদেশ দল। অনুশীলন শেষে সাংবাদিকদের মোস্তাফিজ বলেন, বিসিএলে দুইটা ম্যাচ খেলেছি। সেখানে জোরে বল করার চেষ্টা করেছি; পাশাপাশি সুইং করানোর চেষ্টা করেছি। আর আমার কাটার কিংবা স্লোয়ার যেটা আছে, সেটা চারদিনের ম্যাচে তত কার্যকরী হয় না। তবে ভালো জায়গায় ধারাবাহিক ছন্দে বল করার চেষ্টা করেছি। এবারের বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএলে) দক্ষিণাঞ্চলের হয়ে দুটি ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। চার ইনিংসে বল করে চারটি উইকেট পেয়েছেন। উইকেট কম পেলেও দারুণ ছন্দে বোলিং করেছেন দেশের অন্যতম সেরা এ পেসার। আর তাতেই আত্মবিশ্বাস বেড়েছে কাটার মাস্টারের, আমার আত্মবিশ্বাস এখন অনেক ভালো। কোন রকমের অস্বস্তিও নেই। এখন সব কিছু ভালো যাচ্ছে। কোন সমস্যা নেই। উল্লেখ্য, গত আগস্টে কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ডে গিয়ে কাঁধের ইনজুরিতে পড়েন মোস্তাফিজ। এরপর সেখানে অস্ত্রোপচারের পর পাঁচ মাস মাঠের বাইরে ছিলেন তিনি। এরপর নিউজিল্যান্ড সিরিজে ফিরলেও স্বাভাবিক ছন্দ না থাকায় ভারত সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেন এ পেসার। এফ/২৩:৫৯/২৫ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lH7sQV
February 26, 2017 at 05:56AM
26 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top