জাতিবিদ্বেষের বলি ভারতীয়

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, কানসাসঃ জাতিবিদ্বেষের শিকার ভারতীয়। বুধবার রাতে আমেরিকার কানসাসে একটি পানশালায় এক ভারতীয় ইঞ্জিনিয়ারের ওপর আচমকাই গুলি চালাতে শুরু করেন এক মার্কিন নাগরিক। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর ৩২ এর শ্রীনিবাস কুচিভোটলা। তিনি জার্মিন হেডকোয়ার্টারে কাজ করতেন। আহত আরও ২। আহত হন তাঁর সহকর্মী অলোক মাদাসানি। তাঁকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। শেষ খবর পাওয়া অবধি জানা গিয়েছে অলোক মাদাসানিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। পানশালায় দুই ভারতীয়কে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন কানসাসেরই বাসিন্দা ইয়ান ইলিয়টও (২৪)।

হামলা করার সময় ‘আমেরিকা ছেড়ে চলে যাও’ বলে চিত্কার করতে শোনা যায় আততায়ীকে৷

অভিযুক্ত প্রক্তন নৌসেনা কর্মী অ্যাডাম পুরিনটন(৫১) কে ঘটনার ৫ ঘন্টা পর গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নামে খুনের মামলা রুজু করেছে পুলিশ।



from Uttarbanga Sambad http://ift.tt/2lfWocK

February 24, 2017 at 01:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top