সড়ক দুর্ঘটনায় দোষীদের আমৃত্যু কারাদণ্ড দাবি

hসড়ক দুর্ঘটনাকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করে এক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হিসেবে দোষীদের আমৃত্যু কারাদণ্ড দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।

মানববন্ধনে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ একটি জাতীয় দৈনিক পত্রিকার সড়ক দুর্ঘটনার হিসাব উল্লেখ করে বলেন, গত ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১৩৪ জন।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে আজ পর্যন্ত গবেষণা, টক-শো, সভা, সেমিনারসহ অনেক কিছু হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

তিনি বলেন, মিশুক মুনির ও তারেক মাসুদের দুর্ঘটনায় দোষী চালকের বিরুদ্ধে করা মামলার রায় হয়েছে। এই রায় কার্যকর করে দৃষ্টান্ত হিসেবে অন্যান্য মামলার ক্ষেত্রেও তা কার্যকর করার জন্য প্রধান বিচারপতির রুলিং আহ্বান করেন। একই সঙ্গে  প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত হাসান, বেহেশতী মারজান, লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) জুবায়ের হোসেন, জাগো বাঙালির সভাপতি ডা. মেজর (অবসরপ্রাপ্ত) হাবিবুর রহমান, মানবাধিকার পার্টির সভাপতি লায়লা আফরোজ, অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি কবির চৌধুরী তন্বয়, মাসুম প্রমুখ।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2mdXhGO

February 24, 2017 at 01:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top