শিহাবুজ্জামান কামাল, লন্ডনঃ সাংবাদিক দম্পতি সাগররুনী হত্যাকাণ্ডের ৫ম বার্ষিকী উপলক্ষে শুক্রবার ১০ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের ঐতিহাসিক ‘আলতাব আলী পার্ক’এ এক প্রতিবাদ সভা ও মানবব্ন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‘বাংলাদেশ জার্নলিস্ট এসোসিয়েশন ইউকে’ সমাবেশের আয়োজন করেছে। ইউনিভার্সেল ভয়েস ফর জাস্টিস, ভয়েস ফর জাস্টিস ইউকেসহ বিভিন্ন মানবতাবাদী সংগঠন এই প্রতিবাদ সমাবেশের প্রতি একাত্বতা ও সমর্থন প্রকাশ করে।
বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের সভাপতি সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক বর্ষণ কবিরের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক বদরুজ্জামান বাবুল, সাংবাদিক শিহাবুজ্জামান কামাল,সাংবাদিক মাহবুব আলী খানসুর, সাংবাদিক আফসর উদ্দিন, সাংবাদিক খান জামাল মোঃ নুরুল ইসলাম, সাংবাদিক মোঃ কায়সার আহমদ, সাংবাদিক আশিক মাহমুদ, আমিমুল এহসান তানিম, মোহাম্মদ জুবায়ের, মোহাম্মদ বাকী, রফিক আহমদ রফিক, আব্দুল বাছিত বাদশা, আব্দুল কাদির মুরাদ, আলহাজ নুর বখস প্রমুখ।
সভায় বক্তারা অনতিবিলম্বে সাগররুনীর হত্যা কান্ডের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী জানান। বক্তারা বলেন সাগররুনীর হত্যা কাণ্ডের পাঁচ বছর হল কিন্তু এখনো হত্যা কাণ্ডের তদন্তের অগ্রগতি না হওয়ায় গভীর ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করেন। বক্তারা বাংলাদেশে মিডিয়া স্বাধীনতা সুনিশ্চিত করতে ও সাংবাদিক নির্যাতন বন্ধ এবং সকল বন্ধ মিডিয়াকে খুলে দেয়ার জোর দাবী জানিয়েছেন।
সংবাদ প্রতিবেদকঃ শিহাবুজ্জামান কামাল।
from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2lzCPfl
February 11, 2017 at 05:11PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন