উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, শিলিগুড়িঃ দীর্ঘদিন ধরে উত্যক্ত করার জেরে আত্মহত্যার পথ বেছে নিল এক স্কুল শিক্ষিকা। শক্তিগড় বালিকা বিদ্যালয়ের ভূগোলের শিক্ষিকা ছিলেন রীতা সরকার (৩২)। শনিবার দুপুরে শক্তিগড়ে নিজ বাসভবনে উদ্ধার হল তাঁর ঝুলন্ত মৃতদেহ। ঘর থেকে উদ্ধার হয় পাঁচ পাতার একটি সুউসাইড নোট। যেখানে তিনি স্থানীয় দুই যুবক মিঠুন দাস এবং সুবীর সাহাকে দায়ী করে গিয়েছেন।
অভিযোগ, ওই দুই যুবক নিয়মিত তাঁকে কুপ্রস্তাব দিত। পাশাপাশি তিন প্যারা টিচার শিউলি ঘোষ, ইতি সাহা, সুদীপ্তা বণিকের বিরুদ্ধেও এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ করে গেছেন তিনি।
পুলিশের অনুমান, প্রায় সাড়ে সাত কাঠা জমির ওপর নির্মিত তাদের বাড়ির জমি দখল করতেই শুরু হয় রীতাদেবীকে নিয়মিত উত্যক্ত করা। সহ্য করতে না পেরেই এই আত্মহত্যার।
রবিবার অভিযুক্ত মিঠুন ও সুবীরকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে ইভিটিজ়িং এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা দায়ের করে পুলিশ।
from Uttarbanga Sambad http://ift.tt/2kW4tDg
February 19, 2017 at 08:35PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন