নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আর সংগঠন বর্ণিল আয়োজনে ঋতুরাজ বসন্তকে বরণ করেছে। নগরীর ধর্মসাগর পাড় আর নগর উদ্যান ছিলো তরুণ-তরুণীদের উপচেপড়া ভিড়।
নারীদের পরনে ছিলো হলুদ শাড়ি, খোপায় গাঁদা ফুল আর কপালে লাল টিপ। ছেলেদের গায়েও ছিলো হলুদ পাঞ্জাবি। বিভিন্ন অনুষ্ঠানে সাংস্কৃতিক আয়োজন সবাইকে মুগ্ধ করেছে। সেলফিতে ব্যস্ত দেখা যায় তরুণ-তরুণীদের। ফুলের দোকানেও ছিলো ক্রেতাদের ভিড়।
সোমবার কুমিল্লা শিক্ষাবোর্ড স্কুল এন্ড কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসবের উদ্বোধন করেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবদুল খালেক। কলেজ অধ্যক্ষ ড. এ কে এম এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.রুহুল আমিন ভূইয়া, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, র্যাব-১১ এর ক্রাইম প্রিভেশন কোম্পানি-২এর কমান্ডার মেজর মোস্তফা কায়জার প্রমুখ।
পিঠা উৎসবের পিঠার মধ্যে ছিলো নকশী পিঠা, গোলাপী পিঠা, ঝুনঝুনি পিঠা, ঝুমকা, ডালপাতা, তারা, বেনি, মুগের শোলা পিঠা, জল লাউ পিঠা, চমচম পিঠা, নকশি পিঠা, সবজি পিঠা, বালি পিঠা, ত্রিভূজ পিঠা ও ফুল পিঠা প্রভৃতি।
from Comillar Barta™ http://ift.tt/2kDdukr
February 14, 2017 at 12:14AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন