সিডনি, ০৪ ফেব্রুয়ারি- ক্রিকেট হোক কিংবা স্লেজিং, অস্ট্রেলিয়ার জুড়ি মেলা দায়। পারফরম্যান্সের পাশাপাশি প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের স্লেজিং করতেও বেশ পটু অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। ভারতের বিপক্ষও হয়তো একই পরিকল্পনা করছিল দলটি। কিন্তু স্লেজিংয়ের ব্যাপারে অজিদের সতর্ক করলেন দেশটির সাবেক ক্রিকেটার মাইক হাসি। গালাগাল কিংবা গার্লফ্রেন্ড-স্ত্রী নিয়ে রসিকতা করে প্রতিপক্ষ ক্রিকেটারদের মনসংযোগ নষ্ট করে অস্ট্রেলিয়া। ভারত সফরে তাদের টার্গেটের শীর্ষে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। সম্প্রতি দুর্দান্ত ফর্মে থাকা কোহলি যেকোনো মূহুর্তে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। ইংল্যান্ড সিরিজেও ছিলেন দুর্দান্ত ফর্মে। তাকে বিভিন্নভাবে গালাগাল করে, ক্ষেপিয়ে তার মনসংযোগ নষ্ট করা গেলে ভুল শট খেলবেন কোহলি। ভুল শট খেললে বোলারদের জন্য তার উইকেট নেওয়াও সহজ হবে। কোহলিকে ঘিরে স্লেজিংয়ের পরিকল্পনা থাকলেও এই পরিকল্পনা বাস্তবায়ন করতে নিষেধ করেছেন দেশটির সাবেক তারকা ব্যাটসম্যান মাইক হাসি। স্মিথ বাহিনীকে সতর্ক করে দিয়ে হাসি বলেন, কোহলি আমার দেখা একজন লড়াকু ক্রিকেটার। মাঠে ওকে ক্ষেপানোর চেষ্টা করা ঠিক হবে না। আমার ধারণা সে উল্টো জ্বলে উঠবে। সে লড়তে জানে, মাঠের এমন প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করে। কোহলিকে না ক্ষেপিয়ে মাঠের পারফর্মেন্স দিয়ে তাকে আটকানোর চেষ্টা করতে পরামর্শ দিয়েছেন হাসি, কোহলিকে না ক্ষেপানো ভালো হবে। ওকে অল্প রানেই আউট করতে হবে। ক্ষেপে গেলে তার ব্যাট কীভাবে কথা বলে সেটা সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজ দেখলে বোঝা যাবে। মুখে নয়, পারফর্মেন্স দিয়েই ভারতকে জয় করতে হবে। খেলার সময় বেশি কথা না বলে কোহলিকে আউট করার পরিকল্পনা কার্যকর করায় মনযোগ দিতে অজিদের পরামর্শ দিয়েছেন। স্লেজিং করলে ফল উল্টো হতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন সাবেক এই ক্রিকেটার। হাসির সতর্কবার্তায় হয়তো স্লেজিংয়ের পরিকল্পনা থেকে বেরিয়ে আসতে হচ্ছে স্মিথ বাহিনীকে। আর/১২:১৪/০৪ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2l0L0ow
February 04, 2017 at 06:50AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন