মুম্বাই, ০৩ ফেব্রুয়ারি- হঠাৎ পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের নিষিদ্ধ করা অনুচিত। একটা সিনেমা তৈরি করতে অনেক সময় লাগে। অনেক পরিকল্পনা লাগে। ২-৩ দিনের মধ্যে এটা তৈরি করা যায় না। তাই, একটা সিনেমা নিষিদ্ধ করার কথা এভাবে বলা যায় না বলে মন্তব্য করলেন ঋষি কাপুর। শুধু তাই নয়, গত ৬ মাস ধরে একটা সিনেমা তৈরির কাজ চলল, হঠাৎ সেটা নিষিদ্ধ করার দাবি করলে সেটা সমর্থনযোগ্য নয়। কোনো সিদ্ধান্ত নিতে হলে সঠিক সময় দরকার বলেও মনে করেন রণবীর কাপুরের বাবা। পাশাপাশি, ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদী কী করে পাকিস্তানে গিয়েছিলেন এবং নওয়াজ শরিফের সঙ্গে হাত মিলিয়েছিলেন, সে বিষয়েও প্রশ্ন তোলেন ঋষি কাপুর। তার কথায়, ভবিষ্যতে দুই দেশের মধ্যে ঝামেলা হতে পারে, এটা জেনেও কেন নরেন্দ্র মোদী হাত মেলালেন নওয়াজ শরিফের সঙ্গে? অ্যায় দিল হ্যায় মুশকিল-এ ঋষি পুত্র রণবীর কাপুর, ঐশ্বরিয়া এবং আনুশকা শর্মার সঙ্গে ছিলেন পাক-অভিনেতা ফাওয়াদ খান। ফলে ওই সিনেমার মুক্তি নিয়ে ঝামেলা হয়। ছেলের সিনেমা নিয়ে ওই ঝামেলার প্রসঙ্গ তুলেই কি এবার পাক-অভিনেতাদের নিষিদ্ধ করা নিয়ে খোঁচা দিলেন ঋষি, উঠছে সেই প্রশ্ন। কাপুর অ্যান্ড সন্স-এও ঋষি কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। আর/১২:১৪/০৪ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kBeNmV
February 04, 2017 at 06:39AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top