নয়া দিল্লী, ০৪ ফেব্রুয়ারি- পুরস্কার পেয়েও তা ফিরিয়ে দিলেন ভারতের প্রখ্যাত সেতারবাদক উস্তাদ ইমরাত খান। ৮২ বছর বয়সী এ প্রবীন শিল্পী দীর্ঘ ক্যারিয়ার জীবনে তার কাজের স্বীকৃতিস্বরূপ ভারতের সম্মানজনক পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন। কিন্তু এতদিন পর এ পুরস্কারের জন্য নির্বাচিত হওয়ায় তা প্রত্যাখান করলেন এ শিল্পী। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে ইমরাত খান বলেন, আমার বয়স এখন ৮২ বছর। এতদিন পর ভারত সরকার আমাকে এ পুরস্কারের জন্য যোগ্য মনে করেছে। অথচ আমার চেয়ে বয়সে ছোট ও নবীন শিল্পীদের অনেকে এরইমধ্যে পদ্মভূষণ পুরস্কারও পেয়ে গেছেন। তিনি আরও বলেন, যখন পুরস্কার পাওয়ার খবরটি পাই। তখন আমার ভেতর একটি মিশ্র অনুভূতি হয়েছিলো। আমার মনে হয়েছে এটি অনেক দেরিতে এলো। যেখানে আমার শিষ্য এবং বয়োকনিষ্ঠরা অনেক আগেই এর চেয়ে বড় পুরস্কার পেয়েছেন, সেখানে আমাকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করার বিষয়টি আমার আত্মাভিমানে আঘাত করেছে। উস্তাদ এনায়েন খানের পুত্র ও বিলায়েত খানের ভাই, উস্তাদ ইমরাত খান নিজেও স্বনামধন্য। ভারত সরকার তার কাজের যথাযথ খবর রাখেনা বলেও এ সময় অভিযোগ করেন তিনি। দীর্ঘদিন ধরে প্রবাসে থাকা এ শিল্পী সম্প্রতি অবস্থান করছেন শিকাগোতে। সেখান থেকেই পুরস্কার প্রাপ্তির খবর শুনে তা প্রত্যাখানের কথা ভারতীয় হাইকমিশনকে চিঠি লিখে জানিয়ে দেন তিনি। আর/১২:১৪/০৪ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2l0xmld
February 04, 2017 at 06:20AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন